Site icon Jamuna Television

জামালের করোনা নেগেটিভ

বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের ম্যাচ খেলতে গিয়ে কাতারে করোনায় আক্রন্ত হওয়া জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এখন করোনা মুক্ত হয়েছেন। যমুনা নিউজকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে জানানো হয় শনিবার রাতে আইসোলিশনে থাকা জামালের নমুনা পরিক্ষা করে করোনা টেস্টে নেগটিভ ফল পা্সেওয়া যায়। এখনও টাইগারদের অধিনায়ক দোহায় অবস্থান করছেন। সেই সাথে করোনা পরিক্ষার ফল নেগেটিভ হওয়ায় তার আই লিগে খেলার আশাটা কিছুটা হলেও বেঁচে থাকলো।

এর আগে ৫ ডিসেম্বর কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ শেষে বাকি ফুটবলাররা দেশে ফিরলেও ব্যাক্তিগত কারন দেখিয়ে তখন দেশে ফেরেননি ফুটবল দলের অধিনায়ক। এর পরেই করোনা টেস্টের ফল পজিটিভ আসে জামালের। কাতার ফুটবল অ্যাসোসিয়েশন জামালের অবস্থা সার্বক্ষণিক দেখভাল করেছেন। দোহার একটি হোটেলে জামালকে রাখা হয়েছিলো আইসোলিশনে।

Exit mobile version