Site icon Jamuna Television

বিজয় দিবস হকিতে বড় জয় পেয়েছে সেনাবাহিনী

মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিজয় দিবস হকি টুর্নামেন্টে বড় জয় পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনী। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশকে ৭-২ গোলের বড় ব্যবধানে হারায় সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষে তিনটি ফিল্ড গোল করেন আব্দুল মালেক। পেনাল্টি কর্নার থেকে একটি গোল করেন রোকনুজ্জামান সোহাগ। তানজিম ও হাবিব আহসান করেন একটি করে গোল। বাংলাদেশ পুলিশের হয়ে ব্যবধান কমিয়েছেন মহশিন ও মহিদুর।

এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ বিমান-বাহিনীকে ৩-০ গোলে হারিয়েছে নৌ-বাহিনী। নৌ বাহিনীর পক্ষে পেনাল্টি কর্নার থেকে দুটি গোল করেছেন আশরাফুল ইসলাম। ম্যাচের একমাত্র ফিল্ড গোলটি করেছেন মইনুল ইসলাম। বিমান বাহিনীর হয়ে দেবাশিষ কুমার ম্যাচের ১৮ মিনিটে পরিশোধ করেছিলেন একটি গোল।

Exit mobile version