Site icon Jamuna Television

টানা জয়ে টি-টোয়েন্টি সিরিজ নিউজিল্যান্ডের

এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও পাকিস্তানের সাথে বড় জয় তুলে নিয়েছে কিউইরা। হ্যামিলটনে,টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান তোলে পাকিস্তান। জবাবে চার বল হাতে রেখেই ৯ উইকেটের বিশাল জয় পায় নিউজিল্যান্ড।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৬ রানে দুই উইকেট খুইয়ে চাপে পড়ে পাকিস্তান। ৩৩ বলে ২২ রান করে ড্রেসিং রুমের পথ ধরেন মোহাম্মদ রিজওয়ান। তবে ব্যাট হাতে এক প্রান্তে আগলে রেখেছিলেন মোহাম্মাদ হাফিজ। এক রানের জন্য সেঞ্চুরি মিস করা মোহাম্মাদ হাফিজের ৯৯ রানের ইনিংসটি সাজিয়েছিলেন ৫৭ বলে ৫ ছয় ও ১০ চারে। কিউইদের পক্ষে সাউদি নিয়েছেন ৪ উইকেট।

১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ২১ রানে মার্টিন গাপটিল ফিরে গেলেও, ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন কেইন উইলিয়ামসন ও সেইফিট। অধিনায়ক উইলিয়ামসন করেন অপরাজিত ৫৭ রান আর টিম সেইফির্টের ৮৪ রান।

Exit mobile version