Site icon Jamuna Television

ডুফার সভাপতি ব্যারিস্টার শফিক, সাধারণ সম্পাদক আকতার

সভাপতি ব্যারিস্টার এম শফিকুল ইসলাম (বায়ে) ও সাধারণ সম্পাদক জি,এম, আকতার হোসেন (ডানে)।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ ব্যাচের রেজিস্টার্ড বন্ধু সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স (ডুফা) এর নির্বাচনে ব্যারিস্টার এম শফিকুল ইসলাম সভাপতি ও জি,এম, আকতার হোসেন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

শনিবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আহমদ বশির। সহসভাপতি পদে তারিকুল আলম সুমন, সুজন মাহমুদ, নাসিরুল হক রিমু, কানিজ ফাতেমা লুনা, নাহিদ হোসেন ও মোশাররফ হোসেন ভূঁইয়া নির্বাচিত হয়েছেন।

যুগ্ম সম্পাদক পদে আবু সালেহ, কামরুল হাসান, মোহাম্মদ আসলাম হোসেন, মো. জাফরুল হাসান ও রুমানা আমিন নির্বাচিত হন, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ আব্দুল্যাহ আল মামুন, মোহাম্মদ আমিনুল ইসলাম, শাওকাত আহমেদ, ঊর্মি ফারুকী ও শেখ রাজু আহমদ নির্বাচিত হয়েছেন।

এর আগে প্রকাশনা, গণমাধ্যম ও যোগাযোগ সম্পাদক পদে জিয়াউল কবির সুমন, অর্থ সম্পাদক মোহাম্মদ তৌহিদুর রহমান, দফতর সম্পাদক মো. হামিদুল ইসলাম, আইন সম্পাদক সাইফুল ইসলাম শান্ত, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মোহাম্মদ রিয়াজুল ইসলাম, জেন্ডার এন্ড ফ্যামিলি বিষয়ক সম্পাদক জেসমিন আরা জুথি, ইভেন্ট সম্পাদক মোহাম্মদ হাসানুজ্জামান পাটওয়ারী, তথ্যপ্রযুক্তি সম্পাদক মো. গোলাম সারওয়ার হিমন, ক্রীড়া সম্পাদক জহির রায়হান আলমসহ এবং সাংস্কৃতিক সম্পাদক শ্যামলী বেগম সম্পাদকীয় পদে ১০ জন ও বিভাগীয় প্রতিনিধি পদে ২৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। এদের মধ্যে যমুনা টেলিভিশনের ডেপুটি চিফ নিউজ এডিটর মিজানুল ইসলাম হয়েছেন।

বৃহস্পতিবার মধ্যরাত থেকে শনিবার বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬২০ জনের মধ্যে ৫৪০ জন (৮৭%) সদস্য ভোট প্রদান করেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অধ্যাপক আহমদ বশির, রাশেদুল ইসলাম ও রফিকুল ইসলাম নোমান। আগামী ২৫ ডিসেম্বর ডুফার নতুন কমিটি শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে।

ডুফার নব নির্বাচিত সভাপতি ব্যারিস্টার এম শফিকুল ইসলাম বলেন, বন্ধুত্বের এই প্ল্যাটফর্মে নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি ডুফা দেশ এবং জাতির কল্যাণে ইতিবাচক কিছু ভূমিকা রাখতে চায়।

Exit mobile version