যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সাইবার হামলায় বড় ধরনের ক্ষতির শিকার অন্তত ৫০ সংস্থা। হ্যাকিংয়ের চেষ্টা হয়েছে ১৮ হাজার সংস্থার কম্পিউটার সিস্টেমে। সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান ফায়ার আই জানিয়েছে এসব তথ্য।
তারা জানায়, অর্থ, স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় ছিল আক্রমণের মূল টার্গেট। হামলার ফলে আক্রান্ত হয়েছে এসব মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থা।
গবেষকরা বলছেন, পুরো ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত ও সংস্কারে এক বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। হ্যাকিংয়ের ঘটনায় রাশিয়ার সংশ্লিষ্টতা রয়েছে বলে জোরালো দাবি মার্কিন গোয়েন্দাদের। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে রাশিয়া।
তবে এত বড় হামলার পরও প্রেসিডেন্টের ভাবলেশহীন ভূমিকায় ক্ষুব্ধ কংগ্রেস সদস্যরা।
Leave a reply