সৌদি আরবে সব ধরনের ফ্লাইট বন্ধের সিদ্ধান্তে আবারও অনিশ্চয়তায় প্রবাসী যাত্রীরা। এরইমধ্যে ঢাকা থেকে জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী আগামী এক সপ্তাহের সকল ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান।
বাতিল করা হয় সৌদি এয়ারের নিয়মিত ফ্লাইটগুলোও। এক সপ্তাহ পর আবার ফ্লাইট চালু হবে কিনা সে বিষয়েও নিশ্চিত করে কিছু বলতে পারছেনা কেউ।
যুক্তরাজ্যে ভিন্ন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়ার পর সৌদি কর্তৃপক্ষ হঠাৎ করেই বিমান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়। এর ফলে অনেক যাত্রী আটকা পড়েছেন শাহজালাল বিমানবন্দরে। আপাতত কোন সমাধান দিতে পারছেনা কর্তৃপক্ষ।
তবে বিমান বাংলাদেশ জানিয়েছে, বাতিল হওয়া ফ্লাইটসমূহের যাত্রীরা পুনরায় ফ্লাইট চালু হলে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ পাবেন।
Leave a reply