Site icon Jamuna Television

দেড় মাস ধরে নিখোঁজ রইচের সন্ধান চায় পরিবার

ছবি: কাজী রনি (রইচ)

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কচুয়া গ্রামের কাজী নজরুল ইসলামের বড় ছেলে কাজী রনি রইচ (২৭) প্রায় দেড় মাস নিখোঁজ রয়েছেন। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

তার গায়ের রং ফর্সা। উচ্চতা আনুমানিক ৫ ফুট ৬ ইঞ্চি, মুখমণ্ডল লম্বাটে ও হালকা-পাতলা গড়নের।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, কাজী রইচ ফরিদপুর জেলার কানাইপুরের আলতুখান জুটমিলে প্রায় দেড় বছর ধরে কর্মরত ছিলেন।

কোনো হৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় অথবা বাবা কাজী নজরুল ইসলামের মুঠোফোন নম্বরে (০১৭৫৯-৮৮৬৮৯৯) যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।

Exit mobile version