যুক্তরাজ্যে করোনার নতুন ধরনের কারণে সংকট তৈরি হয়েছে তবে দেশটির সাথে ফ্লাইট বন্ধ করা হবে কিনা তা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। বলেন, করোনায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পরেছে বিমান। এখন পযর্ন্ত ৪০টি দেশ যুক্তরাজ্যের সাথে ফ্লাইট বন্ধ করেছে বলেও জানান তিনি।
তিনি বলেন, সৌদি আরব ও ওমানের ফ্লাইট বন্ধ করার কারণে যারা যেতে পারেনি তাদের টিকিট রি-ইস্যু করা হবে। তিনি আরও বলেন, করোনার কারনে বিমান ও সিভিল খাতে প্রায় ৩ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। এবং পর্যটন খাতে ক্ষতি ২ হাজার কোটি টাকা।
Leave a reply