রাজধানীর চানখারপুলে দু’টি বাড়িতে বিআরবি ক্যাবলসহ নকল তার তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র্যাব-১০।
মঙ্গলবার দুপুরে এ অভিযানে বিপুল পরিমাণ নকল ক্যাবল উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে নকল ক্যাবল তৈরির অভিযোগ রয়েছে।
র্যাব-১০ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, দুই কারখানায় এ অভিযান চালানো হয়। সেখান থেকে জব্দকৃত নকল তারের মূল্য প্রায় ৫০ লাখ টাকা।
এছাড়া আটক দুই জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। নকল তার তৈরি প্রতিরোধে এমন অভিযান ধারাবাহিকভাবে চালানোর ঘোষণা দেন র্যাবের ম্যাজিস্ট্রেট।
Leave a reply