নতুন ধরনের করোনাভাইরাসের প্রকোপের খবরে ইউরোপের দেশগুলোর সাথে প্রায় একঘরে এখন যুক্তরাজ্য। এদিকে, শর্তসাপেক্ষে ব্রিটিশ সীমান্তে কড়াকড়ি শিথিল করতে রাজি হয়েছে ফ্রান্স।
ইউরোপীয় প্রতিবেশিরা সীমান্ত বন্ধ করে দেয়ায়, তিনদিন ধরে শুধু কেন্ট বন্দরেই আটকে আছে প্রায় তিন হাজার ট্রাক। ফরাসি প্রশাসন জানিয়েছে, বুধবার থেকেই সীমান্ত হয়ে বন্দরে পণ্য আনা-নেয়া শুরু করবে লন্ডন-প্যারিস। ভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় নেগেটিভ হলে, যুক্তরাজ্যে আটকে থাকা ইইউ নাগরিকসহ পণ্যবাহী ট্রাকের চালক এবং বাসযাত্রীরা ফ্রান্সে ফিরতে পারবেন। তাদের নমুনা পরীক্ষায় মোতায়েন করা হবে সেনাবাহিনী। চালু হবে রেল, নৌ আর আকাশ যোগাযোগও। তবে সবখানেই জরুরি কারণ দর্শাতে হবে আরোহীদের। ফ্রান্সে প্রবেশের আগের ৭২ ঘণ্টার মধ্যে থাকতে হবে করোনা নেগেটিভ।
নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কায়, যুক্তরাজ্যের সাথে ফ্লাইট বন্ধ করে দেয় ৪০টির বেশি দেশ। সতর্কতা হিসেবে নিজেদের সীমান্ত পুরোপুরি বন্ধ করেছে সৌদি আরব, ওমান ও কুয়েত।
Leave a reply