কংগ্রেসে পাস হওয়া নয়শ’ বিলিয়ন ডলারের ‘করোনা প্রণোদনা বিল’ অনুমোদন দিতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিলটি সই করার জন্য মঙ্গলবার তার কাছে পাঠানো হয়।
তবে এক বিবৃতিতে ট্রাম্প অভিযোগ করেন, বিপুল খরচের এ বিলে অযথা অপচয় করা হয়েছে। মিসর, পাকিস্তান, মিয়ানমারের মতো দেশের জন্য অপ্রয়োজনীয় বরাদ্দ থাকলেও, মার্কিনীদের জন্য বরাদ্দ কম। আমেরিকার প্রত্যেক নাগরিকের জন্য মাত্র ৬০০ ডলার নয়, ২ হাজার ডলার বরাদ্দের পরামর্শ তার।
সোমবার কংগ্রেসের পাস হওয়া বিলে, মহামারি মোকাবেলার প্রত্যেক মার্কিন নাগরিককে ৬০০ ডলার সহায়তা দেয়ার প্রস্তাব করা হয়। বিলটি সংশোধন করে আবার পাঠানোর কথা বলেছেন ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প বলেন, শরীরের ঘাম ঝড়িয়ে যেসব মার্কিনী ট্যাক্স দেন তাদের জন্য মাত্র ৬০০ ডলার করে বরাদ্দ রাখা হয়েছে ৯০০ বিলিয়ন ডলারের বিলে। যারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্যই বরাদ্দ কম। অন্যান্য দেশ, লবিস্ট কিংবা বিশেষ স্বার্থের জন্য বরাদ্দ রেখেছে কংগ্রেস। অথচ, আমেরিকানদের জন্য বরাদ্দে যতো কিপটেমি তাদের।’
Leave a reply