৭৫’ পরবর্তী সরকারগুলো দেশের অর্থনীতিতে ধ্স নামিয়েছিলো, যাতে দেশ পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বুধবার সকালে বিএসসি ভবনে বাংলাদেশ শিপিং করপোরেশনের বার্ষিক সাধারণ সভায় এ মন্তব্য করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ শিপিং করপোরেশনকেও বিএনপি-জামাত জোট সরকার লোকসানি প্রতিষ্ঠানে পরিনত করে।
তিনি জানান, বর্তমান সরকার কয়েক দফায় ক্ষমতায় এসে আমূল অগ্রগতি এনেছে দেশের অর্থনীতিতে। বর্তমানে বাণিজ্যিক কার্যক্রম ছাড়াও জাতীয় স্বার্থে বিএসসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও মন্তব্য করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী ।
Leave a reply