চট্টগ্রামে ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার সাথে জড়িত এক ব্যক্তি গ্রেফতার

|

চট্টগ্রামে ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার সাথে জড়িত ইমরান ওরফে গিয়াস উদ্দিন এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার নগরীর এনায়েত বাজার থেকে গ্রেফতার করা হয় তাকে। পুলিশের দাবি, ওই প্রতারক দিনে একটি বেসরকারীর প্রতিষ্ঠানে চাকরি করে। রাতে ডিবি পুলিশের সদস্য পরিচয়ে শুরু করে প্রতারণা। তার টার্গেট শুধু রিক্সাচালক।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি পুলিশ পরিচয়ে রিক্সায় চড়ে ঘুরে বেড়ান, কেনাকাটা, খাওয়া দাওয়া করেন রিক্সা চালকের টাকায়। শেষে কথা বলার জন্য রিকশাচালকের মোবাইল চেয়ে নিয়ে চম্পট দেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply