যুক্তরাষ্ট্রের বাইরে প্রথম দেশ হিসেবে মার্কিন বায়োটেক মডার্নার কোভিড টিকায় অনুমোদন দিলো কানাডা। বুধবার এ ঘোষণা দেন, কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
ট্রুডো জানান, চলতি সপ্তাহেই অটোয়ায় পৌঁছাবে মডার্নার টিকার পৌনে দু’লাখ ডোজ। চলতি মাসেই আরেক মার্কিন বায়োটেক- ফাইজারের কোভিড টিকায় অনুমোদন দেয় কানাডা সরকার। দুই প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় ১২ লাখ ডোজ কেনার চুক্তি করে রেখেছে দেশটি।
মহামারিতে এ পর্যন্ত সাড়ে ১৪ হাজার মৃত্যু দেখেছে কানাডা। ‘সেকেন্ড ওয়েভে’র মুখে শিগগিরই শুরু হবে টিকাদান কার্যক্রম।
Leave a reply