দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার কার্যকর কোনও উদ্যোগ গ্রহণ করেনি বলে মনে করছে টিআইবি। ত্রাণ বিতরণ ও পুনর্বাসনের কার্যক্রম তদারকির জন্য দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারাও যথাযথ দায়িত্ব পালন করেনি।
বৃহস্পতিবার দুপুরে দুর্যোগ মোকাবেলায় সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে এমন কথা বলেন টিআইবি’ র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
প্রতিবেদনে সিডর আইলা ঘূর্ণিঝড় আমফানসহ প্রাকৃতিক দুর্যোগে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। দুর্নীতির কারণে সরকারের চারটি প্রকল্পেই আনুমানিক ক্ষতির পরিমাণ ১৯১ কোটি টাকা। তাই দুর্যোগ ব্যবস্থাপনা আধুনিক করে এমন আর্থিক ক্ষতি কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন টিআইবি’ র এই নির্বাহী পরিচালক।
Leave a reply