চীনে উদ্ধার করা হয়েছে ১৬ কোটি বছরের পুরোনো ডাইনোসরের হাড়

|

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশের জিগং এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বিলুপ্ত ডাইনোসরের হাড়। পরে পাহাড় খুড়ে উদ্ধার করা হয় বিশাল আকারের একটি হাড়। গবেষকরা জানান, দুইশো কেজি ওজনের হাড়টি কমপক্ষে ১৬ কোটি বছর আগের।

জিগং ডাইনোসর মিউজিয়ামের গবেষক জিয়ান শান বলেন, প্রাথমিক গবেষণা আমরা জানতে পেরেছি উদ্ধার হওয়া এটি ডাইনোসরের উরুর হাড়। ধারণা করা হচ্ছে প্রাণীটি কমপক্ষে ১৬ থেকে ১৭ মিটার লম্বা ছিলো।

বিস্তর গবেষণার জন্য বিশেষ জাদুঘরে রাখা হয়েছে ফসিলটি। প্রত্মতত্ববিদরা বলছেন, এলাকাটি থেকে এর আগেও বেশ কয়েকবার উদ্ধার করা হয়েছে ডাইনোসরের দেহবাশেষ। অনেকের কাছে এলাকাটি ‘হোমটাউন অব ডাইনোসর’ হিসেবেও পরিচিত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply