সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে সম্মত বিজিবি-বিএসএফ

|

বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ। একইসঙ্গে সীমান্তে অপরাধ কর্মকাণ্ড ঠেকাতে প্রয়োজনে যৌথ অভিযান পরিচালনা করতেও সম্মত দুই বাহিনী।

ভারতের গুয়াহাটি অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫১তম সীমান্ত সম্মেলনে এ সিদ্ধান্ত হয়। সম্মেলনে বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধিদল ও বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধিদল অংশগ্রহণ করেছে।

সম্মেলনে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বিজিবি মহাপরিচালক। সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে ঝুঁকিপূর্ণ সীমান্তবর্তী এলাকায় রাত্রিকালীন যৌথ টহল বৃদ্ধি ও জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।

এছাড়া মাদক পাচার ও অপরাধ কার্যক্রম বন্ধের ওপর জোর দেন বিএসএফ মহাপরিচালক। বলেন, উভয় দেশের যুবসমাজের মধ্যে মাদকাসক্তি মারাত্মকভাবে বেড়েছে, যা বিপজ্জনক, এটাকে কার্যকরভাবে মোকাবিলা করা দরকার। গত ২২ ডিসেম্বর শুরু হয়েছে সীমান্ত সম্মেলন শেষ হবে শনিবার। ২০২১ সালের এপ্রিলে সীমান্ত সম্মেলন হবে ঢাকায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply