বিক্রি হলো মাইকেল জ্যাকসনের ‘নেভারল্যান্ড খামারবাড়ি’

|

১৯৮৭ সালে বাড়িটি কিনেছিলেন জ্যাকসন।

পপ তারকা মাইকেল জ্যাকসনের মৃত্যুর ১০ বছর পর বিক্রি হলো তার বিখ্যাত ‘নেভারল্যান্ড খামারবাড়ি’। মাত্র দুই কোটি ২০ লাখ ডলারে বাড়িটি কিনেছেন, জ্যাকসনের পারিবারিক বন্ধু রন বার্কল।

দু’হাজার ৭০০ একর জমির খামারবাড়িটির দাম চাওয়া হয়েছিলো ১০ কোটি ডলার। কিন্তু ক্যালিফোর্নিয়া রাজ্যের বিশাল এ সম্পত্তি কিনতে কেউই তেমন আগ্রহ দেখাননি।

১৯৮৭ সালে লস অ্যাঞ্জেলসের অদূরে জায়গাটি কিনেন জ্যাকসন। খ্যাতির চূড়ায় থাকা অবস্থায় এখানেই বসবাস করতেন তিনি। শিশুদের জন্য স্থাপন করেন বিনোদনের নানা সরঞ্জাম। তবে, নেভারল্যান্ডে ঘুরতে আসা শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ ওঠে জ্যাকসনের বিরুদ্ধে।

২০০৯ সালে লস অ্যাঞ্জেলসের আরেকটি বাড়িতে ৫০ বছর বয়সে মৃত্যুবরণ করেন মাইকেল জ্যাকসন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply