পুলিশি নির্যাতনে রিকশাচালকের মৃত্যুর ঘটনার রংপুরে ধর্মঘট

|

পুলিশি নির্যাতনে রিকশাচালক নাজমুল ইসলামের মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রংপুর মহানগরীতে শুরু হয়েছে আধাবেলার অটো, রিকশা ও ভ্যান ধর্মঘট।

ধর্মঘটের সমর্থনে শনিবার সকাল থেকেই নগরীর বিভিন্ন পয়েন্টে চালকরা অবস্থান নিয়ে পিকেটিং করছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ভোর থেকেই নগরীর শাপলা চত্বর, বাস টার্মিনাল লালবাগ মর্ডান মোড়, সাতমাথা, লালবাগ জাহাজ কোম্পানি মোড়সহ বিভিন্ন স্থানে অবস্থান নেয় অটোরিকশা ও ভ্যান শ্রমিক ও চালকরা।

এসময় তারা অটো রিক্সা ভ্যান আসামাত্রই সেগুলো থেকে গ্রাহক যাত্রীদের নামিয়ে দেয়। অনেক জায়গাতেই চাকার হাওয়া ছেড়ে দিতেও দেখা গেছে। একারণেই সকালে উঠেই চরম ভোগান্তিতে পড়েছেন অফিসে যাওয়া ও কাজে যাওয়া যাত্রীরা। অন্যদিকে নগরীর বিভিন্ন পয়েন্টে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply