যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনের চেয়ে আফগানিস্তানে ভালো নির্বাচন হয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি বাইডেনের প্রতি ইঙ্গিত করে ‘ভুয়া প্রেসিডেন্ট’ আখ্যা দেন।
শনিবার রাতে এক টুইটবার্তায় ওই মন্তব্য করেন তিনি।
টুইটবার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এক তরুণ সেনাসদস্য আমাকে বলেছেন, যুক্তরাষ্ট্রের ২০২০ সালের নির্বাচনের চেয়ে আফগানিস্তানে অনেক ভালো নির্বাচন হয়। আমাদের (নির্বাচনে) মিলিয়ন মিলিয়ন ই-মেইল ব্যালটে দুর্নীতি হয়েছে, এমন নির্বাচন তৃতীয় বিশ্বে হয়। ভুয়া প্রেসিডেন্ট!’
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্র্যাটদলীয় জো বাইডেন বিশাল ব্যবধানে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়েছেন। কিন্তু এখনও পরাজয় মানেননি ট্রাম্প।
A young military man working in Afghanistan told me that elections in Afghanistan are far more secure and much better run than the USA’s 2020 Election. Ours, with its millions and millions of corrupt Mail-In Ballots, was the election of a third world country. Fake President!
— Donald J. Trump (@realDonaldTrump) December 26, 2020
ইউএইচ/
Leave a reply