অর্থনীতিতে ২০২৮ সালের মধ্যেই যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে চীন

|

আগামী ২০২৮ সালের মধ্যে অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে চীন। আগের পূর্বাভাসের তুলনায় ৫ বছর আগেই শীর্ষ অর্থনীতিতে পরিণত হবে দেশটি।

যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনোমিকস এন্ড বিজনেস রিসার্চ-এর এক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য। বলা হয়, করোনা মহামারিতেও দক্ষ ব্যবস্থাপনার কারণে প্রবৃদ্ধির ধারা অব্যাহত দেশটিতে।

শুরুতে করোনা বিস্তারের কেন্দ্র উহান ও আশপাশের শহরগুলোয় লকডাউন দিলেও, পরবর্তীতে অর্থনীতি স্থবির হওয়ার মতো আর কোনো বিধিনিষেধ জারি হয়নি। এর ফলে মন্দায় পড়তে হয়নি চীনকে। উল্টো করোনার সুরক্ষা সামগ্রীগুলোর সবচেয়ে বড় যোগানদাতা হিসেবে বড় আকারে লাভবান হয়েছে।

বিপরীতে করোনার কারণে অর্থনৈতিক দুর্দশায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো। প্রতিবেদনে বলা হয়, ২০৩০ সালের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠতে পারে ভারত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply