Site icon Jamuna Television

ধর্ষণ মামলায় চট্টগ্রামে বাসচালক ও হেলপার কারাগারে

চট্টগ্রামে এক নারীকে আটকে রেখে ধর্ষণ মামলায় গ্রেফতার বাসচালক ও হেলপারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে চান্দগাঁও থানার ওসমানিয়া গ্লাস ফ্যাক্টরি এলাকা থেকে চালক দিদার ও হেলপার ফরহাদকে গ্রেফতার করা হয়। পরে আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

নগরীর ইপিজেড এলাকার পোশাক কর্মীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে নেয় ফরহাদ। এরপর চালক দিদারকে সাথে নিয়ে ফরহাদ প্রায় এক মাস আটকে রেখে অমানবিক নির্যাতন চালায় বলে অভিযোগ ভুক্তভোগীর।

গত ২৪ ডিসেম্বর ওই নারী কৌশলে ওই বাসা থেকে পালিয়ে যান। পরে তিনি চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন।

Exit mobile version