ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে হারের বৃত্ত থেকে অবশেষে বেরিয়ে এসেছে আর্সেনাল। নিজের মাঠ এমিরেটসে চেলসির বিপক্ষে ৩-১ গোলের দারুণ জয় পেয়েছে মিকেল আর্তেতা’র শিষ্যরা। আর ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২-২ গোলে ড্র করেছে লেস্টার সিটির সাথে।
কিং পাওয়ার স্টেডিয়ামে ম্যাচের শুরুতে লিড নিলেও সেটি ধরে রাখতে পারেনি। ২৩ মিনিটে রাশফোর্ডের গেলে এগিয়ে গেলেও ৩১ মিনিটেই সিটিকে সমতায় ফেরান হার্ভেই বার্নেস ।
৭৯ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের গোলে আবারও লিড নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। তবে শেষ মুহুর্তে এ্যাক্সেল তুয়ানেজেবের আত্মঘাতী গোলে জয় নিয়ে আর মাঠ ছাড়া হয়নি রেড ডেভিলদের। এই ম্যাচে পয়েন্ট হারালেও টেবিলের অপরিবর্তিত অবস্থায় আছে দু’দল।
এদিকে দিনের আরেক ম্যাচে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে গানাররা। এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামে চেলসি। কিন্তু প্রথম লিড নেয় আর্সেনাল। চেলসি ডিফেন্ডার রিচ জেমস ডি বক্সে ফাউল করলে পেনাল্টি পায় গানাররা। সুযোগ কাজে লাগিয়ে ৩৪ মিনিটে দলকে এগিয়ে লাকাজেট।
৪৪ মিনিটে দুর্দান্ত ফ্রি কিকে আর্সেনালের ব্যবধান দ্বিগুণ করেন জাকা। ৫৬ মিনিটে ঝলক দেখিয়েছেন ইংলিশ ফরোয়ার্ড সাকা। দূরপাল্লার অনবদ্য গোলে আর্সেনাল ভক্তদের বড়দিনের তৃতীয় উপহার দেন এই তরুণ।
৮৫ মিনিটে টমি আব্রাহাম চেলসি হয়ে এক গোল শোধ দেন। তবে ইনজুরি সময়ে পেনাল্টি মিস করেন ব্লুজ মিডফিল্ডার জর্জিনিয়ো। শেষ পর্যন্ত ৩-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় চেলসির।
Leave a reply