অর্থনৈতিক উন্নয়নে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষের সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদও দেন প্রধানমন্ত্রী।
রোববার দুপুরে বিমানের বহরে নতুন উড়োজাহাজ ও কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে তিনি একথা বলেন। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে নতুন উড়োজাহাজের উদ্বোধনে যুক্ত হন তিনি। প্রধানমন্ত্রী জানান, আসছে ফেব্রুয়ারিতে আরও দুটি ড্যাশ এইট বিমান যুক্ত হবে বিমান বহরে।
নতুন বিমান ধ্রুবতারা। বাংলাদেশ বিমানের বহনে নতুন যুক্ত হলো ড্যাশ এইট কিউ ফোর হানড্রেড উড়োজাহাজ। অভ্যন্তরীণ ও আঞ্চলিক রুটে যাতায়াত করবে যাত্রীবাহী নতুন এই বিমানটি।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কয়েকটি উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দেশের বিভিন্ন স্থানে হবে ২০টি ফায়ার স্টেশন। এসময় জেলা পর্যায়ে ছয়টি আঞ্চলিক পাসপোর্ট অফিস, কেরানীগঞ্জে কেন্দ্রীয় মহিলা কারাগারের উদ্বোধন করেন সরকার প্রধান।
Leave a reply