লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলাম আত্মসমর্পণ করেছে। রোববার বিকালে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করেন তারা। এদিকে, মানবপাচারের অভিযোগে কুয়েতে গ্রেফতার পাপুল, তার স্ত্রী, মেয়ে ও শ্যালিকার ৬১৭টি ব্যাংক হিসাব জব্দ ও ৯২ টি তফসিলভুক্তি স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (২৭ ডিসেম্বর) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম কে এম ইমরুল কায়েস এ নির্দেশ দেন। জ্ঞাত আয় বর্হিভূত এবং মানি লন্ডারিং মামলার প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত। অর্থ ও মানবপাচারের অভিযোগে কুয়েতের কারাগারে আছেন স্বতন্ত্র সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুল। এরপর ১১ নভেম্বর তার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
গত ২৬ ফেব্রুয়ারি কাজী পাপুলের বিরুদ্ধে মানবপাচারসহ জ্ঞাত আয়বহির্ভূত উপায়ে শত শত কোটি টাকা অর্জন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।
Leave a reply