লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামকে জামিন দিয়েছেন আদালত। এর আগে, রোববার বিকালে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করেন তারা। এরপর চলে জামিন আবেদনের ওপর শুনানি।
এদিকে, মানবপাচারের অভিযোগে কুয়েতে গ্রেফতার পাপুল, তার স্ত্রী, মেয়ে ও শ্যালিকার ৬১৭টি ব্যাংক হিসাব জব্দ ও ৯২টি তফসিলভুক্তি স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (২৭ ডিসেম্বর) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম কে এম ইমরুল কায়েস এ নির্দেশ দেন। জ্ঞাত আয় বর্হিভূত এবং মানি লন্ডারিং মামলার প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত।
অর্থ ও মানবপাচারের অভিযোগে কুয়েতের কারাগারে আছেন স্বতন্ত্র সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুল। এরপর ১১ নভেম্বর তার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
গত ২৬ ফেব্রুয়ারি কাজী পাপুলের বিরুদ্ধে মানবপাচারসহ জ্ঞাত আয়বহির্ভূত উপায়ে শত শত কোটি টাকা অর্জন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।
Leave a reply