প্রলয়ংকারী হারিকেন হার্ভের আঘাতে যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রাণ হারিয়েছেন একজন। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দাবি, নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৪০ জন। বিরূপ আবহাওয়ার মধ্যেও তাদের সন্ধানে চলছে উদ্ধার তৎপরতা।
মার্কিন জাতীয় আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৩ বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী এই হারিকেন এখন অনেকটাই দুর্বল হয়ে এসেছে। কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টিপাত হচ্ছে। পূর্বাভাস থেকে জানা গেছে আরও চারদিন রেকর্ড পরিমাণ বৃষ্টি দেখবে রাজ্যবাসী। প্রাণঘাতী ও ভয়াবহ বন্যার আশঙ্কা করছেন আবহাওয়াবীদরা। এরইমধ্যে উপকূল ও নীচু অঞ্চলে ভূমিধসের খবর পাওয়া গেছে। শুক্রবার উপকূলীয় শহর করপাস ক্রিস্টিতে প্রথম আঘাত হানে ক্যাটাগরি-ফোর হারিকেনটি। সেসময় বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ১৩০ মাইল।
Leave a reply