Site icon Jamuna Television

মঙ্গলবার থেকে ফের চালু হচ্ছে ওমানগামী বিমানের ফ্লাইট

এক সপ্তাহ বন্ধ থাকার পর মঙ্গলবার (২৯ ডিসেম্বর) থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওমানগামী ফ্লাইট আবার চালু হচ্ছে।

রোববার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ওমান সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় ২৯ ডিসেম্বর রাত থেকে বাংলাদেশ বিমানের মাস্কাটগামী সব ফ্লাইট আবার নিয়মিত চলাচল করবে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর যাত্রীদের নিকটস্থ বিমান সেলস অফিসে যোগাযোগ করা অনুরোধ জানান তাহেরা খন্দকার। বলেন, ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে তাদের অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।

ইউএইচ/

Exit mobile version