২০২৮ সালের মধ্যে অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে শীর্ষ অবস্থানে যাবে চীন। ২০৩০ সালের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠতে পারে ভারত। যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনোমিকস অ্যান্ড বিজনেস রিসার্চের এক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।
প্রতিবেদনে বলা হয়, মহামারিতেও দক্ষ ব্যবস্থাপনার কারণে প্রবৃদ্ধির ধারা অব্যাহত দেশটিতে। শুরুতে করোনা বিস্তারের কেন্দ্র উহান ও চারপাশের শহরগুলোয় লকডাউন দিলেও পরবর্তীতে অর্থনীতি স্থবির হওয়ার মতো বিধিনিষেধ জারি হয়নি। উল্টো করোনার প্রতিরোধক সামগ্রীগুলোর সবচেয়ে বড় যোগানদাতা হিসেবে আত্মপ্রকাশ ঘটে চীনের।
বিপরীতে করোনায় অর্থনৈতিকভাবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো।
ইউএইচ/
Leave a reply