মিসরের রাজধানীর কাছেই একটি করোনা হাসপাতালে হওয়া অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন কমপক্ষে ৭ রোগী। শনিবারের এই দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হন অনেকে।
কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ আল-আমাল হাসপাতালে হয় অগ্নিকাণ্ডটি। প্রাথমিক তদন্ত অনুসারে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে করোনা সেবাকেন্দ্রটি। রোগীদের সরানো হয়েছে কাছের সরকারি হাসপাতালে।
মিসরে করোনাভাইরাসে মোট মৃত্যুবরণ করেছেন ৭ হাজার ৩৫২ জন। সংক্রমিত এক লাখ ৩১ হাজারের বেশি। স্বাস্থ্যকর্মীদের বক্তব্য, প্রকৃত সংখ্যাটি আরও অনেক বেশি।
ইউএইচ/
Leave a reply