করোনা প্রতিরোধক ভ্যাকসিন প্রদান কর্মসূচি চলাকালেই তৃতীয়দফা লকডাউন শুরু হলো ইসরায়েলে। রোববার মধ্যরাত থেকে বিধিনিষেধ কার্যকর হয়।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইঙ্গিত, মার্চ নাগাদ মহামারি মোকাবেলায় জারি হতে পারে জরুরি অবস্থা। এর মাধ্যমে জনসমাগম-করোনা শিষ্টাচার মানার বাধ্যবাধকতা এবং অর্থনৈতিক কার্যকলাপে আসতে পারে কঠোর নিষেধাজ্ঞা।
গত সপ্তাহে দেশটিতে শুরু হওয়া টিকাদান কর্মসূচিতে দিনপ্রতি ৭০ হাজার ডোজ পাচ্ছেন ইসরায়েলিরা। যা আগামী সপ্তাহে দেড় লাখে উন্নীত করার প্রত্যাশা প্রধানমন্ত্রীর। সেসময় ২৪ ঘণ্টাই খোলা রাখা হবে টিকাদান কেন্দ্রগুলো। ইসরায়েলে করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন ৩২শ’র বেশি মানুষ; সংক্রমিত চার লাখের কাছাকাছি।
Leave a reply