বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার হার শুধুই সময়ের ব্যাপার

|

বক্সিং ডে টেস্টের তৃতীয়দিন শেষে চালকের আসনে রয়েছে ভারত। ১৩১ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে অজিদের সংগ্রহ ৬ উইকেটে মাত্র ১৩৩ রান। ২ রানের লিড নেয়া অস্ট্রেলিয়া পরেছে হারের শঙ্কায়।

সোমবার, সকালে ৫ উইকেটে ২৭৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। আগেরদিনে ১০৪ রানে অপরাজিত থাকা রাহানে ও ৪০ রান নিয়ে জাদেজা শুরু করেন তৃতীয় দিনের খেলা। এই দুই ব্যাটার দলের স্কোর বোর্ডে যোগ করেন আরো ১২১ রান। ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরি তুলে নিয়ে ১১২ রান করে রানআউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন রাহানে।

পরে জাদেজাকে ৫৭ রানে শিকার করেন স্টার্ক। এর পরে অজি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩২৬ রানেই থেমে যায় ভারতের প্রথম ইনিংস। অজিদের হয়ে স্টার্ক ও লায়ন নিয়েছেন ৩টি করে উইকেট।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে ওপেনার ম্যাথু ওয়েড ছাড়া আর কেউ দাঁড়াতে পারেননি ক্রিজে। ভারতের হয়ে জাদেজা নিয়েছেন ২ উইকেট। ম্যাচের চতুর্থ-দিনের প্রথম সেশনে অজিদের অলআউট করতে পারলে এই ম্যাচে সহজ জয় পেতেই পারে ভারত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply