ময়মনসিংহ ব্যুরো:
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়েছে ভারতের চোরাকারবারিরা। এসময় আত্মরক্ষার্থে বিজিবি পাল্টা গুলি চালালে এক চোরাকারবারি নিহত হয়েছে।
মঙ্গলবার ভোরে উপজেলার সূর্যপুর ডুমলিকুড়া এলাকায় এ ঘটনা ঘটে। সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিজিবি ময়মনসিংহ সেক্টরের ৩৯ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল তৌহিদ মাহমুদ।
নিহত ভারতীয় নাগরিকের নাম ডেবিট মোমিন (৪৬)। তিনি দেশটির গারো হিলস এলাকার বাসিন্দা বলে জানা গেছে। একটি চোরাকারবারি দল হালুয়াঘাট উপজেলা সীমান্তে প্রবেশের চেষ্টা করে। এসময় ধাওয়া করলে তারা বিজিবি সদস্যদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে এক ভারতীয় চোরাকারবারি নিহত হয়।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ, এসময় ১২ বোতল মদ ও ২৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a reply