Site icon Jamuna Television

যুদ্ধ চায় না বাংলাদেশ, কিন্তু স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত: প্রধানমন্ত্রী

যুদ্ধ চায় না বাংলাদেশ। কিন্তু স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রস্তুতি থাকবে হবে। সকালে ভার্চুয়াল মাধ্যমে নৌবাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নিয়ে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর মিডশিপম্যান ২০১৮ আলফা ও ডাইরেক্ট এন্ট্রি ২০২০ ব্রাভো ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রেষ্ঠ মিডশিপম্যানদের হাতে পদক তুলে তুলে দেন নৌবাহিনী প্রধান।

সব বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী মিডশিপম্যান মেহরাব হোসেন অমিকে দেওয়া হয় সোর্ড অফ অনার।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীন দেশ হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে বাংলাদেশ। নতুন কমিশন পাওয়া নৌবাহিনীর কর্মকর্তাদের দেশ সেবায় কাজ করার নির্দেশ দেন তিনি। বলেন, প্রতিটি ক্ষেত্রে বঙ্গবন্ধুর নির্দেশনা মেনে চলতে হবে।

Exit mobile version