২০১৮ সালের ৩০ ডিসেম্বর দেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কময় দিন। এই দিন গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য ভোট ডাকাতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে এই মন্তব্য করেন তিনি। অভিযোগ করেন, সরকার মুখে গণতন্ত্রের কথা বলে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ। সরকার গোটা দেশকে শ্বাসরুদ্ধকর পরিবেশ ও কারাগারে পরিণত করেছে বলেও অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল অভিযোগ করেন, করোনা আসার পর থেকে দুর্নীতি করে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে দিয়ে জনগণকে বিপন্ন করেছে। আজকের সমাবেশ পণ্ড করতে রাস্তায় নেতাকর্মীদের বাধা দেয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। দলমত নির্বিশেষ সকলকে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে বলে জানান। সমাবেশে নতুন বছরে একনায়কতান্ত্রিক সরকারকে সরানোর প্রতিজ্ঞা করেন বিএনপি মহাসচিব।
Leave a reply