ইউরোপে শিগগিরই অনুমোদন পাচ্ছে না অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা

|

ইউরোপে শিগগিরই অনুমোদন পাচ্ছে না অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা। মঙ্গলবার ইউরোপীয় ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ-ইএমএ জানিয়েছে এ তথ্য।

এক সাক্ষাৎকারে ইএমএ’র ডেপুটি নির্বাহী পরিচালক জানান, ভ্যাকসিনটির বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পায়নি ইউরোপীয় কর্তৃপক্ষ। অনুমোদনের জন্য আবেদনও করেনি উৎপাদনকারী প্রতিষ্ঠান। এছাড়া শর্তসাপেক্ষে বিপণনের লাইসেন্সের জন্য প্রয়োজনীয় নথিপত্রও জমা দেয়নি তারা। সেকারণেই ইউরোপে অন্তত জানুয়ারি পর্যন্ত করোনা প্রতিরোধক টিকাটির অনুমোদনের সম্ভাবনা নেই।

পরবর্তীতে পূর্ণাঙ্গ তথ্য-উপাত্তসহ আবেদন করলে, সে অনুযায়ী ব্যবস্থা নেবে ইএমএ বলে জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply