Site icon Jamuna Television

সিরিয়া ইসরায়েলি আগ্রাসনে নিহত ১, আহত ৩ সেনাসদস্য

সিরিয়ার রাজধানীতে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন কমপক্ষে একজন; গুরুতর আহত ৩ সেনাসদস্য। বুধবার, বিষয়টি নিশ্চিত করে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা- সানা।

সিরিয়ার সরকারি সেনা সূত্রের বরাত দিয়ে জানানো হয়, স্থানীয় সময় মধ্যরাত দেড়টা নাগাদ দামেস্কের চারপাশে ছোঁড়া হয় একাধিক মিসাইল। মূল লক্ষ্যস্থল ছিলো গ্যালিলি শহরের উত্তরাঞ্চল এবং নবী হাবিল এলাকার বিমান বাহিনীর ঘাঁটি। অবশ্য, সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা অনেকগুলো ক্ষেপণাস্ত্র ধ্বংসে সক্ষম হয়। তবুও, হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সামরিক ঘাঁটির একাংশ।

তবে, এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।

Exit mobile version