Site icon Jamuna Television

অবশেষে ব্রেক্সিট পরবর্তী চুক্তিতে অনুমোদন দিলো ইউরোপীয় ইউনিয়নের সব দেশ

অবশেষে ব্রেক্সিট পরবর্তী চুক্তিতে অনুমোদন দিলো ইউরোপীয় ইউনিয়নের সব দেশ। বুধবার যুক্তরাজ্যের সাথে চুক্তিতে সই করবে ইইউ। ব্রিটেনের সাথে জোটের ২৭ দেশের সম্পর্ক নির্ধারিত হবে এই চুক্তির মাধ্যমে।

ইইউ-ব্রিটেন বাণিজ্য ও সহযোগিতা বিষয়ক চুক্তিটিতে সই করবেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ও ইইউ নেতাদের চেয়ারম্যান। এরপর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের স্বাক্ষরের জন্য লন্ডনে পাঠানো হবে চুক্তিটি। চুক্তিকে ঐতিহাসিক বলে উল্লেখ করা হয় কমিশনের এক বিবৃতিতে। চুক্তিতে স্বস্তি প্রকাশ করেছেন অনেকে ব্রিটিশ নেতা। ১ জানুয়ারি কার্যকর হবে চুক্তিটি।

এদিকে, তুরস্কের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করেছে ব্রিটেন। মঙ্গলবার দুই দেশের বাণিজ্যমন্ত্রী স্বাক্ষর করেন চুক্তিতে।

Exit mobile version