Site icon Jamuna Television

নরসিংদীতে যমুনা ইলেকট্রনিক্সের ডিলার সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, নরসিংদী :

নরসিংদীতে জেলার ডিলারদেরকে নিয়ে এক সম্মেলনের আয়োজন করেছে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল লি.।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলের এজিএম মার্কেটিং মাসুদুর রহমান। ডিলার সম্মেলনে সভাপতিত্ব করেন ইটাখোলা যমুনা প্লাজার শাখা ব্যবস্থাপক আমিনুল ইসলাম।

সম্মেলনে আগত ডিলাররা বলেন, যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের স্বপ্ন বাস্তবায়নের অংশ যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল। যমুনা ইলেকট্রনিকসের পণ্য সামগ্রী আজ পৌঁছে গেছে জনগণের দ্বারে দ্বারে।

প্রধান অতিথি যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলের এজিএম মার্কেটিং মাকসুদুর রহমান বলেন, যমুনা ইলেকট্রনিক্সেরে পণ্য ও মানের ব্যাপারে আপোষহীন। পণ্য গ্রাহকদের কাছে পৌঁছানোর পর তার গুণগত মানের ব্যাপারে সরাসরি গ্রাহকদের সাথে যোগাযোগ করছে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল। ২০২১ সালে ১ জানুয়ারিতে নতুন বছরে আরও নতুন নতুন রকমারি ডিজাইনের ডাবল ডোর রেফ্রিজারেটর এবং হোম এপ্লায়েন্সসহ ১৩টি নতুন পণ্য বাজারজাত করবে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লি.।

শিবপুরের ইটাখোলার সিয়াম প্লাজায় যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল লি. এর যমুনা প্লাজায় আয়োজিত ডিলার সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলের এজিএম রিটেইল সেলস, কামরুজ্জামানসহ জেলার বিভিন্ন উপজেলার যমুনা প্লাজার শাখা ব্যবস্থাপক ও জেলার সম্মানিত ডিলারগণ উপস্থিত ছিলেন।

ইউএইচ/

Exit mobile version