করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভে বিপর্যস্ত গোটা ইংল্যান্ড। তার মাঝেই চলছে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ। দিন যত যাচ্ছে ততই করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে লিগে খেলা খেলোয়াড় ও ম্টাফদের। গতকাল, মঙ্গলবার ১৮ জন করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। গেল ২১ ডিসেম্বর থেকে ১৭ তারিখ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছে ১৪৭৯ জন।
ইপিএলের নতুন মৌসুম শুরুর পর থেকেই যাদের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে তাদের নাম প্রকাশ করেনি লিগ কর্তৃপক্ষ। লিগে খেলা শীর্ষ দল গুলোর খেলোয়াড়রা আক্রান্ত হয়েছে করোনায়। করোনায় আক্রন্ত হয়ে আইসোলিশনে রয়েছে ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার গ্যাব্রিয়াল জেসুস এবং ডিফেন্ডার কাইল ওয়াকার।
আসছে রোববার চেলসির বিপক্ষে ম্যানচেস্টার খেলা নিয়েও তৈরি হয়েছে ধোয়াশা। চেলসির কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড বলেন দুই দলের কাছেই এই অবস্থায় ম্যাচ বেশ আশঙ্কার। সেই ক্ষেত্রে খেলা বন্ধ রাখাই উচিত।
এদিকে আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়ালও আক্রান্ত হয়েছে করোনায়। সামনের দুই ম্যাচে মাঠে নামতে পারবেন না এই স্ট্রাইকার।
Leave a reply