করোনায় ২৪ ঘণ্টায় রেকর্ড প্রায় ১৫ হাজার মানুষের মৃত্যু দেখলো বিশ্ব। গেলো এক বছরে যা সবচেয়ে বেশি। প্রথমবার একদিনে প্রায় ৪ হাজার মানুষ মারা গেছেন শুধু যুক্তরাষ্ট্রেই। এ নিয়ে মহামারিতে মৃতের সংখ্যা ছাড়ালো ১৮ লাখ ১২ হাজার।
বুধবার নতুন করে ৭ লাখের বেশি মানুষের দেহে মিলেছে কোভিড নাইনটিন। মোট আক্রান্ত সোয়া ৮ কোটি। দু’লাখের বেশি দৈনিক সংক্রমণে, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় দু’কোটি মানুষ। দিনের দ্বিতীয় সর্বোচ্চ, ১২শ’র বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটিতে মোট প্রাণহানি ১ লাখ ৯৪ হাজারের মতো।
এদিন, এপ্রিলের পর প্রথম হাজারের কাছাকাছি মৃত্যু রেকর্ড করেছে যুক্তরাজ্য। জার্মানিতে এ সংখ্যা সাড়ে ৭শ’। প্রায় ৬শ’ করে প্রাণহানি ছিল রাশিয়া, ইতালি আর পোল্যান্ডে; ৫শ’র মতো দক্ষিণ আফ্রিকায়। দৈনিক প্রাণহানি কিছুটা কমেছে ফ্রান্স ও ভারতে। যদিও মহামারিতে ভারতে মোট প্রাণহানি দেড় লাখ ছুঁতে যাচ্ছে; মেক্সিকোতে এ সংখ্যা সোয়া লাখ।
Leave a reply