ভারতের আসামে সরকারি অর্থায়নে পরিচালিত মাদরাসা বন্ধে বিল পাস করলো রাজ্য সরকার। এর ফলে, ২০২১ সালের ১ এপ্রিল থেকে ধর্মীয় শিক্ষার পরিবর্তে সাধারণ স্কুল হিসেবে পাঠদান শুরু হবে প্রতিষ্ঠানগুলোতে।
বুধবার, বিরোধী দলীয় নীতিনির্ধারকদের প্রবল বিরোধিতার মধ্যেই রাজ্য আইন পরিষদে বিলটি পাস হয়। সমর্থন দেয় বিজেপি সমর্থিত ক্ষমতাসীন আসাম গণপরিষদ ও বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট। বিশদ আলোচনার জন্য বিলটি আইনসভার বিশেষ কমিটিতে পাঠানোর দাবি খারিজ হওয়ায়, পার্লামেন্ট বর্জন করেন বিরোধীরা।
এই বিলটির আওতায় বিলুপ্ত হবে আসামের রাজ্য মাদরাসা শিক্ষা বোর্ডও। তবে শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট অন্যান্যদের সরকারি বেতন-ভাতা ও সুবিধা অব্যাহত থাতবে। আইন হিসেবে কার্যকরে গভর্নরের অনুমোদন দরকার হবে বিলটিতে। এরপর রাজ্যের বেসরকারি মাদরাসাগুলো নিয়ন্ত্রণের লক্ষ্যেও শিগগিরই পৃথক বিল উপস্থাপন করার কথাও জানিয়েছে রাজ্য সরকার।
Leave a reply