শ্রেষ্ঠ ক্রীড়া ধারাভাষ্যকারের পুরস্কার পেলেন জাফরউল্লাহ শারাফাত

|

চৌধুরী জাফরউল্লাহ শারাফাতকে শ্রেষ্ঠ ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবে পুরস্কৃত করেছে বাংলাদেশ বেতার। দেশ ও দেশের বাইরে বাংলা ভাষাভাষী মানুষের কাছে শ্রোতাপ্রিয় হওয়ায় তাকে এই সম্মানে ভূষিত করেছে বেতার।

তার হাতে সম্মাননা পুরস্কারটি তুলে দেন রেডিও বাংলাদেশের বাণিজ্যিক কার্যক্রমের পরিচালক ডক্টর মীর শাহ আলম। ১৯৮২ সালে মাত্র ১৫ বছর বয়সে, প্রেসিডেন্টস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রোমানিয়া-ইন্দোনেশিয়া ম্যাচের মাধ্যমে ধারাবিবরণী শুরু করেন তিনি।

১৯৯৭ সালে বাংলাদেশ ক্রিকেট দলের আইসিসি ট্রফি জয়ের স্মরণীয় ক্ষণে তিনিই ছিলেন ধারাভাষ্যকার হিসেবে। চৌধুরী জাফরুল্লাহ শারাফাতের জন্ম গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১৯৬৮ সালের ১০ মে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply