বিনাদোষে পাঁচ বছর জেলখাটা মিরপুরের বেনারসি কারিগর আরমান বিহারিকে মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৩০ দিনের মধ্যে তাকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণও দিতে বলা হয়েছে।
এ বিষয়ে জারি করা রুল যথাযথ উল্লেখ করে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ নিয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে নির্দেশও দিয়েছেন আদালত। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে অধিকতর তদন্ত করতে বলা হয়েছে।
মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত শাহাবুদ্দিন বিহারির পরিবর্তে আসামি হিসেবে প্রায় ৫ বছর ধরে কারাগারে আরমান বিহারি। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ এম রাসেল চৌধুরী।
ইউএইচ/
Leave a reply