বরগুনায় দেশের প্রথম নৌকা জাদুঘর উদ্বোধন

|

দেশের প্রথম নৌকা জাদুঘর উদ্বোধন করা হয়েছে বরগুনায়। মুজিববর্ষ উপলক্ষে এটির নাম রাখা হয়েছে ‘বঙ্গবন্ধু নৌকা জাদুঘর’।

বৃহস্পতিবার বিকেলে জাদুঘরের উদ্বোধন করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। দেশ বিদেশের বাহারি নকশার ১০০টি নৌকার অনুকৃতি নিয়ে শুরু হয়েছে এর যাত্রা।

বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন অব্যবহৃত পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু নৌকা জাদুঘর। এই জাদুঘরের দৈর্ঘ্য ১৬৫ ফিট এবং প্রস্থ ৩০ ফিট।

এই নৌকা জাদুঘরে থাকবে নৌকা গবেষণা কেন্দ্র, আধুনিক পাঠাগার, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার, শিশু বিনোদন কেন্দ্র ও ফুড কোর্টসহ বিভিন্ন সুযোগ সুবিধা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply