লকডাউন এবং করোনা শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগে পদত্যাগ করলেন কানাডার অন্টারিও রাজ্যের অর্থমন্ত্রী রড ফিলিপস্।
বৃহস্পতিবার গণমাধ্যমের সামনে ক্ষমাপ্রার্থণা করেন তিনি। বলেন, নিবোর্ধের মতো ভুল করেছেন। নতুনভাবে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ক্রিসমাস ও নববর্ষ বরণকে কেন্দ্র করে ২৬ ডিসেম্বর থেকে কঠোর লকডাউনে গেছে অন্টারিও।
কিন্তু ভ্রমণ নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ১৩ ডিসেম্বর থেকে বৃহস্পতিবার পর্যন্ত পারিবারিক সফরে ছিলেন ফিলিপস। ফিরেই পদত্যাগের ঘোষণা দেন তিনি; যাকে স্বাগত জানায় অন্টারিও রাজ্য সরকার।
বৃহস্পতিবারও রাজ্যটিতে কোভিড নাইনটিনে মারা গেছেন কমপক্ষে ৫৬ জন; একদিনে সাড়ে ৩ হাজার মানুষের শরীরে মেলে সংক্রমণ।
Leave a reply