সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ণবাদী মন্তব্যের কারণে ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা এডিসন কাভানিকে। সেইসাথে ১ লাখ পাউন্ড আর্থিক জরিমানাও করা হয়েছে তাকে।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। গেল ১৭ ডিসেম্বর সাউদাম্পটনের বিপক্ষে জয়ের পর ইন্সটাগ্রামে একটি পোস্ট দেন কাভানি। পোস্টের সেই ভাষা বর্ণবাদকে উস্কে দিয়েছে বলে অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
নিজের ভুল বুঝতে পেরে পোস্ট সরিয়ে নিয়ে ক্ষমা চান এই উরুগুইয়ান। কিন্তু শেষ রক্ষা হয়নি। অপরাধ আমলে নিয়ে তাকে ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ করে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন।
এরফলে অ্যাস্টন ভিলা, ম্যানচেস্টার সিটি ও ওয়াটফোর্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ তিনটি ম্যাচ খেলতে পারবেন না ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার।
Leave a reply