Site icon Jamuna Television

আগামী সংসদ নির্বাচনে রংপুরের ২২টি আসন নেবে জাতীয় পার্টি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ২২টি আসন জাতীয় পার্টির দখলে নেয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান প্রেসিডিয়াম সদস্য রংপুর মহানগর সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

শুক্রবার (১ জানুয়ারি) দলটির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুরের পল্লী নিবাসে জেলা ও মহানগর কমিটির আলোচনা সভা মিলাদ মাহফিলে এই ঘোষণা দেন তিনি।

এর আগে মহানগর ও জেলা জাতীয় পার্টিসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাধি প্রাঙ্গণে এসে ফুলেল শ্রদ্ধা জানান।

পরে মেয়র এর সভাপতিত্বে সমাধি প্রাঙ্গণে আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও মহানগর সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকসহ নেতৃবৃন্দ। এরপরে জাতীয় পার্টির প্রয়াত নেতা এরশাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Exit mobile version