Site icon Jamuna Television

আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হলো ব্রিটেন

আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হলো ব্রিটেন। ৩১ ডিসেম্বর, স্থানীয় সময় রাত ১১টা থেকে জোটের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হলো দেশটি।

এরফলে, ইইউ’র ভ্রমণ-বাণিজ্য-অভিবাসন এবং নিরাপত্তা সহযোগিতা নীতিমালা থেকে বেরিয়ে এলো যুক্তরাজ্য। প্রধানমন্ত্রী বরিস জনসন এ উপলক্ষ্যে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেন, দীর্ঘমেয়াদী বিচ্ছেদ কার্যকরের প্রক্রিয়া শেষ হলো। এখন- স্বাধীনতা ব্রিটিশদের হাতের মুঠোয়। সুতরাং, প্রত্যেকটি কাজ সবার থেকে আলাদা এবং উন্নত করার যথেষ্ট সুযোগ তৈরি হলো। অবশ্য, কিছুদিন টালমাটাল অবস্থা যাবে ব্রিটেনের- এমনটাও জানান প্রধানমন্ত্রী।

২০১৬ সালে, ইইউ থেকে বিচ্ছেদের জন্য গণভোটের পক্ষে রায় দেন ব্রিটিশরা। ভোটাভুটির, সাড়ে তিন বছর পর ৩১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে জোট ছাড়ে যুক্তরাজ্য। কিন্তু, ভবিষ্যৎ বাণিজ্যিক সম্পর্ক কি হবে- সেটি নির্ধারণে ১১ মাস যাবৎ চলে সমঝোতা।

Exit mobile version