আবারও জেনারেল সোলাইমানি হত্যার প্রতিশোধের হুমকি ইরানের প্রেসিডেন্টের

|

আবারও জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধের হুমকি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। মন্ত্রিসভার এক বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

সোলেইমানি হত্যার পেছনে একটি ব্রিটিশ নিরাপত্তা প্রতিষ্ঠান ও জার্মানির একটি বিমান ঘাঁটির সম্পৃক্ততার অভিযোগ এনেছে ইরান। দেশটির এক আইনজীবীর দাবি, যুক্তরাষ্ট্রের কাছে তথ্য হস্তান্তর করেছে ব্রিটিশ প্রতিষ্ঠান ‘জি ফোর এস’। অবশ্য এ বিষয়ক কোনো তথ্য-প্রমাণ দেননি তিনি। ইরাকে জেনারেল কাসেম সোলেইমানি হত্যার এক বছর পূর্ণ হবে আগামি ৩ জানুয়ারি। সোলাইমানি হত্যার প্রথম বার্ষিকীর আগেই প্রেসিডেন্ট ট্রাম্পের পরাজয়ে আনন্দ প্রকাশ করেন ইরানি প্রেসিডেন্ট।

হাসান রুহানি বলেন, আমাদের কমান্ডারকে মেরেছে তারা, তাদেরও এ অঞ্চল থেকে হটাবো। তাদের উৎখাত না করা পর্যন্ত আমাদের প্রতিশোধ সম্পূর্ণ হবে না। খুনির রাজত্ব শেষ হতে যাচ্ছে। আমরা আনন্দিত যে সোলাইমানির মৃত্যুর এক বছর পূর্ণ হওয়ার আগেই ট্রাম্পের পতন হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply